header

সাদকাহ জারিয়াহ তহবিল

Musque

আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিন প্রকার আমল ছাড়া। ১. সদাকাহ জারিয়াহ্ ২. এমন ইলম বা জ্ঞান যার দ্বারা অন্যের উপকার হয় ৩. পুণ্যবান সন্তান যে তার জন্যে দু'আ করতে থাকে’।

(সহীহ্ মুসলিম, হাদিস নং ১৬৩১)

সাদকাহ জারিয়াহ মানে- যে দানের উপকারিতা শুধু এককালীন নয়; বরং চলমান ও দীর্ঘদিন অব্যাহত থাকে। যে দানের উপকারিতা একবারই অর্জিত হয় সেগুলোর সওয়াবও একবারই হয়। পক্ষান্তরে যে দানের উপকারিতা দীর্ঘদিন অব্যাহত থাকে সেগুলোর সওয়াব তথা বিনিময়ও মহান আল্লাহ দীর্ঘ দিন পর্যন্ত অব্যাহত রাখেন।

ব্যয়ের খাত:

ইসলামী নব জাগরণ সংগঠন কর্তৃক গৃহীত সকল সাদাকায়ে জারিয়াহমূলক কার্যক্রম,

ইসলামী নব জাগরণ সংগঠনের সাদাকায়ে জারিয়া প্রকল্প সমূহের মধ্যে রয়েছে মসজিদ-মাদরাসা নির্মান, নলকূপ খনন, দীনি বই পুস্তক বিতরণ ইত্যাদি।

সদস্য হোন

মসজিদ নির্মান প্রজেক্টে এককালীন কমপক্ষে ১০০,০০০ (এক লক্ষ) বা তদূর্ধ টাকা দান করে ফাউন্ডেশনের আজীবন সদস্য এবং এককালীন কমপক্ষে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) বা তদূর্ধ টাকা দান করে দাতা সদস্য হওয়া যাবে।

আজীবন সদস্য ও দাতা সদস্য হওয়ার জন্য এখানে ক্লিক করুন।

আজীবন সদস্য ও দাতা সদস্যগণ আমৃত্যু ফাউন্ডেশনের সদস্য থাকবেন। ফাউন্ডেশনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী তাঁদের পরামর্শ চাওয়া হবে এবং সময়ে সময়ে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হবে এবং সম্মাননা সনদ প্রদান করা হবে।

অনুদান সম্পর্কিত তথ্য

সাদকাহ জারিয়াহ মানে- যে দানের উপকারিতা শুধু এককালীন নয়; বরং চলমান ও দীর্ঘদিন অব্যাহত থাকে।

অ্যাকাউন্টের নাম :
ISLAMI NOBOJAGORON SONGOTON BANGLADESH
অ্যাকাউন্ট নম্বর :
4491120020511
ব্যাংক :
Al ArafahIslami Bank PLC
শাখা :
Raozan Sub-branch (Gohira)
SWIFT কোড :
ALARBDDH069
রাউটিং নম্বর :
015153018

বিকাশ/নগদ মার্চেন্ট :01958277608

* অনলাইনে প্রদেয় সর্বনিম্ন অনুদানের পরিমাণ ১ টাকা