আলোকিত রাউজানের প্রতিনিধি সম্মেলন ও সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

তারিখ 12 Apr 2018

সময় দিনব্যাপী

বিস্তারিত

হাবীব আনওয়ার আলোকিত রাউজান: গত ১৩ এপ্রিল ২০১৮ শুক্রবার রাউজান আনোয়ারুল উলুম আরবনগর মাদরাসায় আলোকিত রাউজান নিউজ টুয়েন্টিফোর ডঢকমের (alokitoraozannews24.com)  প্রতিনিধি সম্মেলন ও সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আলোকিত রাউজানের রিপোর্টার ইবরাহিম ফুয়াদের সঞ্চালনায় প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, হাটহাজারীস্থ প্রমিত উচ্চারণ ও সাহিত্য সাংবাদিকতার প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান ‘বাংলা বাড়ি’র পরিচালক আলেম সাংবাদিক মাওলানা ইশতিয়াক সিদ্দীকী।

প্রশিক্ষণ দিতে গিয়ে তিনি বলেন, সাহিত্য ও সাংবাদিকতায় আলেম-ওলামাদের উপস্থিতি আরো বাড়াতে হবে।বর্তমানে ইসলাম ধর্ম, আলেম সমাজ মিডিয়া সন্ত্রাসের শিকার। ইসলামের সৌন্দর্য্য সমাজে তুলে ধরতে, গণমানুষের সাথে সম্পর্ক উন্নয়নে সাংবাদিকতা পেশা অন্যতম ভূমিকা রাখে। তাই এ পথে আলেম সমাজের এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, সাংবাদিকতা একটি সম্মানজনক পেশা। তাই সৎ, সাহসি ও যোগ্য সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। নিয়মিত সংবাদ প্রেরণ করবেন।সাংবাদিকতা নিয়ে পড়াশুনা করুন।

জমিয়তুল উলামা চট্টগ্রামের মহাসচিব ও রাউজান আরবনগর মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা কে এম আলমগীর মাসউদ আরবনগরী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাউজান নবজাগরণ সংগঠনের সভাপতি মোহাম্মদ হানিফ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, আলোকিত রাউজানের সহকারী সম্পাদক ইরফান সোলায়মানসহ আলোকিত রাউজানের রিপোর্টারবৃন্দ।

সভাপতির আলোচনায় কে এম আলমগীর মাসউদ বলেন, ওলামায়ে দেওবন্দ সর্বদা বাতিলের মোকাবেলা করে আসছে। কিন্তু হলুদ মিডিয়া সর্বদা তা চেপে রেখেছে। মিডিয়ার মাধ্যমে ইসলামকে বিশ্বের দরবারে সন্ত্রাসের ভূমিকায় উপস্থাপন করছে। এগুলোর মোকাবেলার জন্য ইসলামী মিডিয়ার কোন বিকল্প নেই।

তিনি তরুণদের সম্বোধন করে বলেন, তোমরাই পারবে মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তাই তোমাদের যোগ্য হয়ে গড়ে উঠতে হবে। আলেম সমাজের মিডিয়ার দুর্বলতা কাটাতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হানিফ বলেন, আজকের এ প্রোগাম একটি প্রশংসিত আয়োজন। এখানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনার সৎ ও সাহসিকতার সাথে সংবাদজগতে কাজ করে যান।

আলোকিত রাউজানের সম্পাদক মাওলানা মুঈনুদ্দিন দেশের বাইরে থাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন। তিনি বলেন তরুণ প্রজন্ম কে কলম সৈনিক হিসেবে গড়ে তোলার জন্য আলোকিত রাউজান নিউজ পোর্টালেরপক্ষ থেকে আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন । অনুষ্ঠানে উপস্থিত সকলের কৃতজ্ঞতা প্রকাশ করেন সামনে আরো ব্যাপক ভাবে করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন ।

প্রতিনিধি সম্মেলন ও সাংবাদিকতা প্রশিক্ষণ শেষে আলোকিত রাউজানের রিপোর্টারদের আইডি কার্ড, মূল্যবান বই ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেয়া হয়।

Donate Participate

Address Map

Dowa'h Mahfil 2018

  • Address

    9523 E. Tailwater Street Chicago, IL 60621 766 Pleasant Drive Gastonia, NC 28052

  • Email

    admin@raojanmail.com

  • Contact No

    +880-1720000000

Address

রাউজান, চট্টগ্রাম, বাংলাদেশ ।

Phone

Reception : 0097155-1372670
Office : 0088-01812909325

Social