header

ইফতার তহবিল

Musque

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি কোন সিয়াম পালনকারীকে ইফতার করাবে তাকে সিয়াম পালনকারীর সমপরিমাণ সাওয়াব দেওয়া হবে। তবে তাতে সিয়াম পালনকারীর সাওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না।

(সুনানে তিরমিজী, হাদিস নং ৮০৭; ইবনু মা-জাহ, হাদিস নং ১৭৪৬)

ইফতার তহবিল

ইসলামী নব জাগরণ সংগঠনের নিয়মিত কর্মসূচির মধ্যে একটি হলো ইফতার ও রামাদ্বান ফুড বিতরণ। অভাবী সিয়াম পালনকারীরা যেন রামাদ্বান মাসে নির্বিঘ্নে সিয়াম পালন ও ইবাদত-বন্দেগী করতে পারেন, সে লক্ষ্যে তাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করে থাকে সংগঠন।

সদস্য হোন

মসজিদ নির্মান প্রজেক্টে এককালীন কমপক্ষে ১০০,০০০ (এক লক্ষ) বা তদূর্ধ টাকা দান করে ফাউন্ডেশনের আজীবন সদস্য এবং এককালীন কমপক্ষে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) বা তদূর্ধ টাকা দান করে দাতা সদস্য হওয়া যাবে।

আজীবন সদস্য ও দাতা সদস্য হওয়ার জন্য এখানে ক্লিক করুন।

আজীবন সদস্য ও দাতা সদস্যগণ আমৃত্যু ফাউন্ডেশনের সদস্য থাকবেন। ফাউন্ডেশনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী তাঁদের পরামর্শ চাওয়া হবে এবং সময়ে সময়ে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হবে এবং সম্মাননা সনদ প্রদান করা হবে।

অনুদান সম্পর্কিত তথ্য

যে ব্যক্তি কোন সিয়াম পালনকারীকে ইফতার করাবে তাকে সিয়াম পালনকারীর সমপরিমাণ সাওয়াব দেওয়া হবে। তবে তাতে সিয়াম পালনকারীর সাওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না।

অ্যাকাউন্টের নাম :
ISLAMI NOBOJAGORON SONGOTON BANGLADESH
অ্যাকাউন্ট নম্বর :
4491120020511
ব্যাংক :
Al ArafahIslami Bank PLC
শাখা :
Raozan Sub-branch (Gohira)
SWIFT কোড :
ALARBDDH069
রাউটিং নম্বর :
015153018

বিকাশ/নগদ মার্চেন্ট :01958277608

* অনলাইনে প্রদেয় সর্বনিম্ন অনুদানের পরিমাণ ১০০ টাকা