header

নিয়মিত অনুদান

Musque

মহান আল্লাহ কুরআনে বলেছেন, যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মত, যা উৎপন্ন করল সাতটি শীষ, প্রতিটি শীষে রয়েছে একশ দানা। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। (সূরা বাকারা, আয়াত ২৬১)

নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আরো বলেছেন, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হলো, যা সদাসর্বদা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। (সহীহ বুখারী, হাদিস নং ৬৪৬৪)

নিয়মিত অনুদান ফাউন্ডেশনকে টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি সাহায্য করে। নিয়মিত দানের অর্থেই মূলত সকল কল্যাণমুখী কার্যক্রম পরিচালিত হয়। নিয়মিত দানের জন্য কোনো অংক নির্দিষ্ট নেই, যে কোনো পরিমাণ দান করা যায়। আর যে কোনো ভালো কাজ অনিয়মিতভাবে বেশি করার চেয়ে নিয়মিতভাবে অল্প করা উত্তম।

সদস্য হোন

মসজিদ নির্মান প্রজেক্টে এককালীন কমপক্ষে ১০০,০০০ (এক লক্ষ) বা তদূর্ধ টাকা দান করে ফাউন্ডেশনের আজীবন সদস্য এবং এককালীন কমপক্ষে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) বা তদূর্ধ টাকা দান করে দাতা সদস্য হওয়া যাবে।

আজীবন সদস্য ও দাতা সদস্য হওয়ার জন্য এখানে ক্লিক করুন।

আজীবন সদস্য ও দাতা সদস্যগণ আমৃত্যু ফাউন্ডেশনের সদস্য থাকবেন। ফাউন্ডেশনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী তাঁদের পরামর্শ চাওয়া হবে এবং সময়ে সময়ে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হবে এবং সম্মাননা সনদ প্রদান করা হবে।

অনুদান সম্পর্কিত তথ্য

আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হলো, যা সদাসর্বদা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। (সহীহ বুখারী, হাদিস নং ৬৪৬৪)

অ্যাকাউন্টের নাম :
ISLAMI NOBOJAGORON SONGOTON BANGLADESH
অ্যাকাউন্ট নম্বর :
4491120020511
ব্যাংক :
Al ArafahIslami Bank PLC
শাখা :
Raozan Sub-branch (Gohira)
SWIFT কোড :
ALARBDDH069
রাউটিং নম্বর :
015153018

বিকাশ/নগদ মার্চেন্ট :01958277608

* অনলাইনে প্রদেয় সর্বনিম্ন অনুদানের পরিমাণ ৫০ টাকা