header

শুরু হলো ইসলামী নবজাগরণ মসজিদ-মাদ্রাসা কমপ্লেক্সের জামে মসজিদের নির্মাণ কাজ

01 September 2025

শুরু হলো ইসলামী নবজাগরণ মসজিদ-মাদ্রাসা কমপ্লেক্সের জামে মসজিদের নির্মাণ কাজ

রাউজান ছত্রপাড়ায় শুরু হলো ইসলামী নবজাগরণ সংগঠন বাংলাদেশের বিশেষ প্রতিষ্ঠান ‘ইসলামী নবজাগরণ মসজিদ-মাদ্রাসা কমপ্লেক্স’ এর জামে মসজিদের নির্মাণ কাজ।২৩ শে আগষ্ট শনিবার সকাল ৯০:০০টায় দেশী ও বিদেশী মেহমানদের বরণ, বিশেষ অনুষ্ঠান ও দোয়া-মুনাজাতের পর নির্মাণ কাজ আরম্ভ করা হয়।

মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করছে দেশের স্বনামধন্য দাতব্য সংস্থা আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। নির্মাণ কাজ উদ্বোধন করেন মালদ্বীপ থেকে আগত সম্মানিত দাতা ও আল মানাহিল ফাউন্ডেশনের সহ-সিইও মাওলানা শরিফ উদ্দিন বিন জমির উদ্দিন।

বিদেশী মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন মালদ্বীপ থেকে আগত জনাব মুহাম্মদ মুবারক, জনাব মুহাম্মদ আহমেদ ফয়েজ, জনাব মুহাম্মদ আলী রামিজ, জনাব মুহাম্মদ সাজিদ।

সভাপতি জনাব মুহাম্মদ হানিফ এর সভাপতিত্বে সিনিয়র সহ সভাপতি মাস্টার আকতার হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানা জোবাইর সাহেব, মাওলানা আব্দুর রউফ, মুহাম্মদ এনামুল হক, মাওলানা ক্বারী শহিদুল্লাহ, জনাব হাজী আয়ুব আলী,মাওলানা মফিজুর রহমান, মাওলানা রিদোয়ান গহিরা, মাওলানা আসেম বাবুনগরী, মাস্টার নাছির উদ্দীন বাবুল,মাওলানা আতিকুল্লাহ,মাওলানা হারুন, মুহাম্মদ আরিফ,মাওলানা মাসুদ,মুহম্মদ ওজাইর, মুহাম্মদ মোরশেদ,মাওলানা রাশেদ আশরাফ, মুহাম্মদ তৈয়ব, মাওলানা ওসমান প্রমুখ।

ইসলামী নব জাগরণ সংগঠন বাংলাদেশ

কার্যক্রম সমূহ
শুরু হলো ইসলামী নবজাগরণ মসজিদ-মাদ্রাসা কমপ্লেক্সের জামে মসজিদের নির্মাণ কাজ

শুরু হলো ইসলামী নবজাগরণ মসজিদ-মাদ্রাসা কমপ্লেক্সের জামে মসজিদের ন...

শুরু হলো ইসলামী নবজাগরণ মসজিদ-মাদ্রাসা কমপ্লেক্সের জামে মসজিদের নির্মাণ কাজ

বিস্তারিত >>
প্রবাসে আলেম ওলামাদের সম্মাননা ও ইসলামী সম্মেলন

প্রবাসে আলেম ওলামাদের সম্মাননা ও ইসলামী সম্মেলন

প্রবাসে আলেম ওলামাদের সম্মাননা ও ইসলামী সম্মেলন

বিস্তারিত >>