header

১৮তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, বুখারী খতম ও মসজিদ-মাদরাসা কমপ্লেক্স উদ্বোধন

১৯ এপ্রিল ২০২৫ । কমপ্লেক্স মাঠ, ছত্রপাড়া, ৭নং ওয়ার্ড, রাউজান পৌরসভা, চট্টগ্রাম।
19
Apr
2025

১৮তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, বুখারী খতম ও মসজিদ-মাদরাসা কমপ্লেক্স উদ্বোধন

প্রধান আয়োজক: ইসলামী নবজাগরণ সংস্থা বাংলাদেশ

📅 তারিখ: ১৯ এপ্রিল ২০২৫ | রোজ: শনিবার
🕘 সময়: সকাল ১০:০০টা থেকে দিনব্যাপী
📍 স্থান: কমপ্লেক্স মাঠ, ছত্রপাড়া, ৭নং ওয়ার্ড, রাউজান পৌরসভা, চট্টগ্রাম।

কর্মসূচী: 
- সকাল ৯টা থেকে ১০.৩০ পর্যন্ত বোখারী খতম 
- সকাল ১০.৩০টা থেকে ১২ টা পর্যন্ত পরামর্শ সভা 
- ১২.০০টায় আপ্যায়ন এবং বাদে যোহর থেকে সম্মেলন শুরু

উদ্বোধক:
আমীরে হেফাজতে ইসলাম বাংলাদেশ
আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী
মহাপরিচালক, জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর। 

প্রধান অতিথি:
আন্তর্জাতিক ইসলামী স্কলার, লেখক ও গবেষক
আল্লামা ড. আ ফ ম খালেদ হোসেন
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্ম উপদেষ্টা। 

আলোচক ও অতিথিবৃন্দ:

আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমী
মহাপরিচালক, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা। 

আল্লামা মুফতি মাহমুদ হাসান
শাইখুল হাদিস ও প্রধান মুফতি, জামিয়া বাবুনগর। 

আল্লামা শেখ আহমদ সাহেব
 শাইখুল হাদীস, দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা। 

আল্লামা শায়খ আহমদুল্লাহ সাহেব
বিশিষ্ট দায়ি, সমাজসেবক ও চেয়ারম্যান, আসসুন্নাহ ফাউন্ডেশন। 

আল্লামা ফরিদ উদ্দিন আল মোবারক
ফেনী

আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরী সাহেব
মহাপরিচালক, জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসা নানুপুর। 

মাওলানা হায়াতুজ্জামান হক আল মাদানী
পরিচালক, দারুল হেদায়া মাদ্রাসা। 

মাওলানা হাফিজুল রহমান সিদ্দিকী
কুয়াকাটা ।

সভাপতিত্ব করবেন: 

১ম অধিবেশন 
হাফেজ ফজলুল হক সাহেব 
প্রতিষ্ঠাতা, কান্দিপাড়া ফয়জুল উলুম মাদ্রাসা। 

২য় অধিবেশন 
হাফেজ মাওলানা সোলাইমান পরিচালক, 
রাউজান এমদাদুল উলুম মাদ্রাসা।

৩য় অধিবেশন 
মাও. হেলাল উদ্দিন বিন জমির উদ্দিন সাহেব 
চেয়ারম্যান, আল মনাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ। 

৪র্থ অধিবেশন
আল্লামা ইলিয়াস সাহেব 
মুহাদ্দিস, রাউজান এমদাদুল উলুম মাদ্রাসা। 

🛠️ ব্যবস্থাপনায় :
ইসলামী নবজাগরণ মসজিদ-মাদ্রাসা কমপ্লেক্স
রাউজান পৌরসভা, চট্টগ্রাম।

অনুষ্ঠানসমূহ
নব জাগরণ সংগঠন  ও আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন যৌথ চুক্তি স্বাক্ষর

নব জাগরণ সংগঠন ও আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন যৌথ চুক্তি স্বাক্ষর

ইসলামী নব জাগরণ সংগঠন বাংলাদেশ ও আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন যৌথ চুক্তি স্বাক্ষর এবং অনুমোদন

বিস্তারিত >>
27
Aug
2025
১৮তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, বুখারী খতম ও মসজিদ-মাদরাসা কমপ্লেক্স উদ্বোধন

১৮তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, বুখারী খতম ও মসজিদ-মাদরাসা কমপ্লেক্স উদ্বোধন

কর্মসূচী: - সকাল ৯টা থেকে ১০.৩০ পর্যন্ত বোখারী খতম - সকাল ১০.৩০টা থেকে ১২ টা পর্যন্ত পরামর্শ সভা - ১২.০০টায় আপ্যায়ন এবং বাদে যোহর থেকে সম্মেলন শুরু

বিস্তারিত >>
19
Apr
2025
সময় ও শ্রম দিয়ে সহায়তা করছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সময় ও শ্রম দিয়ে সহায়তা করছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সময় ও শ্রম দিয়ে সহায়তা করছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিস্তারিত >>
09
Apr
2025